Bankura

Mar 28 2023, 17:19

*এবার কি সিভিক অধ্যাপক নিয়োগ!*

বাঁকুড়াঃ 'এবার কি সিভিক অধ্যাপক নিয়োগ হবে'? বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক পদার্থ বিদ্যার অতিথি অধ্যাপকের নিয়োগ বিজ্ঞপ্তি ঘিরে তৈরী হওয়া বিতর্ক উস্কে দিয়ে এই প্রশ্নই তুললেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকার।

  প্রসঙ্গত, গত ২৪ মার্চ বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের তরফে নিয়োগ সংক্রান্ত এক বিজ্ঞপ্তি জারি হয়। ঐ বিজ্ঞপ্তিতে পদার্থ বিদ্যার অতিথি অধ্যাপক নিয়োগের জন্য ন্যুনতম যোগ্যতা মাষ্টার ডিগ্রী, পি.এইচ.ডি অথবা নেট উর্ত্তীর্ণ থাকা আবশ্যিক ঘোষণার পাশাপাশি প্রতি ক্লাস পিছু ৩০০ টাকা দেওয়ার কথাও জানানো হয়। বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্টারের স্বাক্ষরিত সেই বিজ্ঞপ্তি প্রকাশ্যে আসতেই শুরু হয় বিতর্ক। 

   আর এবিষয়ে বলতে গিয়েই মঙ্গলবার বাঁকুড়ার বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকার বলেন, বিষয়টি অদ্ভূত ও যথেষ্ট বেদনাদায়ক। ইউ.জি.সি যেখানে আজ থেকেই অতিথি অধ্যাপকদের ক্লাস পিছু ১৫০০ টাকা অথবা মাসিক সর্বোচ্চ ৫০ হাজার টাকা দেওয়ার কথা বলেছে। রাজ্য সরকারের আর্থিক পরিস্থিতি এতোটাই খারাপ যে সিভিক পুলিশের মতো সিভিক অধ্যাপক নিয়োগ করতে চাইছে? এর চেয়ে 'শিক্ষা দানে'র আবেদন করলেই ভালো হতো বলে তিনি মনে করছেন বলে জানান।

   বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের এই নিয়োগ বিজ্ঞপ্তি 'শিক্ষা ব্যবস্থাকে কিভাবে ধ্বংস করতে হয় তার একটা নমুনা' দাবি সিপিআইএম বাঁকুড়া জেলা সম্পাদক অজিত পতির। তিনি বলেন, অধিকাংশ কলেজ সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে স্থায়ী শিক্ষক নেই। ৩০০ টাকার অধ্যাপক নিয়োগ মানে তাঁর কোন দায়বদ্ধতা থাকবেনা। শিক্ষা ব্যবস্থাকে ভয়ঙ্করভাবে শেষ করে দেওয়ার চক্রান্ত চলছে বলেও তিনি দাবি করেন।

  আর এই ঘটনায় স্বাভাবিকভাবেই বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের পাশে দাঁড়িয়েছে শাসক তৃণমূল। দলের নেতা ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্যামল সাঁতরা 'বিরোধীরা ভুল ভাল মন্তব্য করে বিভ্রান্তি ছড়াতে চাইছে' দাবি করে বলেন, পড়ানোর জন্য অনেকেই আগ্রহী থাকে, তাই ইন্টারভিউয়ের ব্যবস্থা করা হয়েছে। এর মধ্যে তিনি 'অসুবিধার কিছু দেখছেননা' দাবি করে আরো বলেন, যে যাই বাখ্যা করুক, শিক্ষাকে মূল্য দিয়ে বিচার করা যায়না। বিজেপি-সিপিআইএম মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ট্যুইটারে এসব করে মানুষের কাছে প্রমাণ করতে চাইছেন তাঁরা 'বেঁচে আছেন' বলেও তিনি দাবি করেন। 

  এবিষয়ে জানতে বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। তাই তাঁর প্রতিক্রিয়া মেলেনি।

Bankura

Mar 28 2023, 12:37

*পরিত্যক্ত বাড়ি থেকে কঙ্কাল উদ্ধার*

বাঁকুড়াঃ পরিত্যক্ত বাড়ির ভীতর থেকে নরকঙ্কাল উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো বাঁকুড়া শহরের ১২ নম্বর ওয়ার্ডের বড় কালীতলা এলাকায়। মঙ্গলবার স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বাঁকুড়া সদর থানার পুলিশ ঐ নরকঙ্কাল উদ্ধার করে।

  স্থানীয় সূত্রে খবর, দীর্ঘ বেশ কয়েক বছর ধরে বড় কালীতলার ঐ বাড়িটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। গত তিন বছরে মালিক পক্ষের কেউই বাড়িতে আসেননি। এই অবস্থায় দিনে দিনে বাড়িটি দূস্কৃতিদের আখড়া হয়ে উঠছিল। ইতিমধ্যে বাড়ির দরজা-জানালা সহ অন্যান্য জিনিসপত্র কেউ বা কারা খুলে নিয়ে গেছে। সম্প্রতি বন্ধ বাড়ির ভীতরে অদ্ভূত ধরণের আওয়াজ শুনে প্রতিবেশীদের সন্দেহ হয়। পরে তাঁরাই নরকঙ্কালের সন্ধান পান ও পুলিশে খবর দেন। এদিন বাঁকুড়া সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঐ নরকঙ্কালের পাশাপাশি বাইরে পড়ে থাকা একটি সিন্দুক উদ্ধার করে নিয়ে যায়। 

  প্রতিবেশীদের তরফে জানানো হয়েছে, এক সময় এই বাড়িতে প্রচুর মানুষ বাস করতেন। এলাকায় 'সম্ভ্রান্ত ও ঐতিহ্যশালী পরিবার' হিসেবেই পরিচিতি ছিল এই বাড়ি। রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত চায়ের কাপ, নেতাজী স্মৃতি ধণ্য চেয়ার এই বাড়িতেই রয়েছে বলে তাঁরা শুনেছে। সময়ের বিবর্তনে সেই বাড়িই আজ 'পরিত্যক্ত'। কেউ না থাকার সুযোগটিকে কাজে লাগিয়ে দূস্কৃতিদের আখড়া হয়ে ওঠে বলে তাঁরা জানিয়েছেন।

 নরকঙ্কালটি বাইরে থেকে আনা হয়েছিল নাকি এখানেই কাওকে খুন করা হয়েছিল বিষয়টি স্পষ্ট নয় কারো কাছেই। 

  পুলিশের পক্ষ থেকে ঘটনার তদন্তের পাশাপাশি নরকঙ্কালটির নাম-পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানানো হয়েছে।

Bankura

Mar 27 2023, 13:05

*ঝড় এবং শিলাবৃষ্টির জেরে কৃষিকার্যের ক্ষয়ক্ষতি*

বাঁকুড়াঃ রবিবাসরীয় বিকেলে মাত্র ঘন্টা খানেকের ব্যাপক ঝড় আর শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি বাঁকুড়ার কোতুলপুর ব্লক এলাকার বিস্তীর্ণ অংশে। বিঘার পর বিঘা জমির ধান শুইয়ে পড়েছে জমিতেই। সঙ্গে ঘরবাড়ির ব্যাপক ক্ষয় ক্ষতি তো আছেই। এই অবস্থায় প্রায় দিন আনা খাওয়া পরিবার গুলি চরম সমস্যায়।

  সোমবার সকালে কোতুলপুরের লক্ষণহাটি দাস পাড়া গ্রামে গিয়ে দেখা গেল, অনেকের মাথা গোঁজার ঠাঁই টুকুও আস্ত নেই। অ্যাসবেসটাসের ভাঙ্গা চালাই এখন পলিথিন দিয়ে ঢেকে রাখার চেষ্টা করছেন অনেকেই।

 অন্যদিকে খাঁটিপাড়া, ডিঙ্গল, আমদোহা মৌজায় ধান চাষে ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত চাষীরা জানিয়েছেন, মাত্র ঘন্টা খানেকের তুমূল ঝড় আর শিলাবৃষ্টিতে সব তছনছ করে দিয়ে গেল। ঋণ ধার করে লাগানো ধান আর ঘরে উঠবেনা। অন্য কোন আয়ের উৎস নেই, এই অবস্থায় কিভাবেই ঋণ শোধ হবে আর কিভাবেই দৈনন্দিন সংসার খরচ চলবে ভেবে উঠতে পারছেননা তাঁরা। এই অবস্থায় সরকারী সহায়তা ছাড়া কোনমতেই ঘুরে দাঁড়ানো সম্ভব নয় বলেই তাঁরা জানিয়েছেন।

  এদিন সকালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শণে যান কোতুলপুর ব্লক সহ কৃষি অধিকর্তা মনোজিৎ মণ্ডল। ক্ষয়ক্ষতির কথা স্বীকার করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস তিনি দিয়েছেন।

Bankura

Mar 26 2023, 12:13

*মর্মান্তিক সড়ক দুর্ঘটনা মৃত বাইক আরোহী*


বাঁকুড়া : খাতড়া-বাঁকুড়া সড়কে গোবিন্দপুর ও বনকাটা গ্রামের মাঝে সাত সকালে ঘটে গেল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। খাতড়া গামী একটি বাইক বাঁকুড়া দিকে যাওয়া সময় একটি ট্রাক কে মুখোমুখি ধাক্কা মারে। সঙ্গে সঙ্গেই বাইক আরোহী প্রাণ হারান। প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানতে পারা যায় বাইক ও ট্রাক উভয়ই খুবই স্পিডে ছিল। আর এই উচ্চ গতির জন্যই ক্ষতি ঘটনাটি এতো মারাত্মক আকার ধারণ করেছে।

দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই স্থানীয় গ্রামবাসীরা সাহায্যের কাজে এগিয়ে আসেন। অপরজন বাইক আরোহীকে বাঁকুড়া মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। কিন্তু ট্রাকের ড্রাইভার পলাতক।

ঘটনার পরেই উত্তেজিত জনতা পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। পরিস্থিতি সামাল দিতে পুলিশ সেই স্থানে পৌছে যায়। প্রাথমিক ভাবে জনরোষ সামলে পথ যান চলাচলের উপযোগী করা হয়। পুলিশ জানায় পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Bankura

Mar 25 2023, 14:40

*বাঁকুড়ায় জঙ্গলে অগ্নিকাণ্ড*

বাঁকুড়াঃ বসন্তের পাতাঝরা মরশুমে জঙ্গলে আগুন লাগার ঘটনা অব্যাহত বাঁকুড়ায়। এবার বিষ্ণুপুর শহরের যমুনাবাঁধ কলোনী সংলগ্ন এলাকার জঙ্গলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো। শনিবার দুপুরের এই ঘটনায় ঐ এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।

  স্থানীয় সূত্রে খবর, এদিন দুপুরে যমুনাবাঁধ কলোনী সংলগ্ন এলাকার জঙ্গলে আগুন দেখতে পেয়ে বনদপ্তরে খবর দেওয়া হয়। বনদপ্তর মারফৎ খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

  বনদপ্তরের বিষ্ণুপুর-১ বিট অফিসার শিবদাস চক্রবর্ত্তী বনকর্মীদের গাফিলতির অভিযোগ অস্বীকার করে বলেন, তাঁরা সবসময় সদা সতর্ক আছেন। জঙ্গলে আগুন না লাগানোর বিষয়ে ধারাবাহিক প্রচার চালানো হচ্ছে। দীর্ঘদিন বৃষ্টি না হওয়ার কারণে এই ধরণের অবাঞ্ছিত ঘটনা ঘটে থাকতে পারে। তবে এদিন মোটামুটি ৫ হেক্টর জঙ্গলে আগুন লেগেছিল বলে তিনি জানান।

  বাইট: শিবদাস চক্রবর্ত্তী (বিট অফিসার, বিষ্ণুপুর-১ ফরেস্ট)

Bankura

Mar 24 2023, 12:09

*বাঁকুড়া থেকে আগ্নেয়াস্ত্র সহ দু'জনকে গ্রেফতার*
বাঁকুড়াঃ সোনার গহনা ও কাঁসার বাসন 'চকচকে' করে দেওয়ার নামে তা নিয়ে চম্পট দেওয়ার অভিযোগে আগ্নেয়াস্ত্র সহ দু'জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম রোহিত কুমার শ ও মিথিলেশ কুমার শ। দু'জনের বাড়ি যথাক্রমে পশ্চিম বর্ধমান জেলার জামুড়িয়া থানা এলাকায় ও বিহারের পূর্ণিয়া জেলা এলাকায়। শুক্রবার তালডাংরা থানায় এক সাংবাদিক সম্মেলন করে এই খবর জানিয়ে খাতড়ার এস.ডি.পি.ও কাশীনাথ মিস্ত্রী এই খবর জানিয়ে বলেন, গত কয়েক দিন ধরে জেলার বিভিন্ন প্রান্তে সোনার গহনা ও কাঁসার বাসন 'চকচকে' করে দেওয়ার নামে তা নিয়ে চম্পট দেওয়ার অভিযোগ আসছিল। এরপরই জনসচেতনতা তৈরীর পাশাপাশি নাকা চেকিং শুরু হয়। গত ২১ মার্চ বাঁকুড়া-ঝাড়গ্রাম রাজ্য সড়কের উপর তালডাংরার শিবডাঙ্গা মোড়, বটতলাতে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করা হয়। তাদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র সহ অন্যান্য জিনিসপত্র উদ্ধার হয়।


পরে টানা পুলিশী জেরায় ঐ দুই আটক ব্যক্তি তাদের অপরাধ স্বীকার করে নেয়। ঐ দলে থাকা অন্যান্যদের খোঁজে তল্লাশী শুরু হয়েছে। একই সঙ্গে বয়স্কা বৃদ্ধা ও বাড়িতে একা থাকা মহিলারাই এই দূস্কৃতি চক্রের অন্যতম লক্ষ্য ছিলেন বলে বলে তিনি জানান।

Bankura

Mar 23 2023, 17:02

বাসের ছাদ থেকে পড়ে গুরুতর আহত হলেন উচ্চ মাধ্যমিকের এক ছাত্র


বাঁকুড়াঃ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে বাসের ছাদ থেকে পড়ে গুরুতর আহত হলেন এক ছাত্র । আহত ছাত্রের নাম রকি ধীবর। বৃহস্পতিবার বাঁকুড়ার বড়জোড়ার চান্দাই মোড়ের ঘটনা।

আহত ঐ পরীক্ষার্থীর বন্ধুদের সূত্রে পাওয়া খবর, বড়জোড়ার পখন্না গ্রামের বাসিন্দা ও পখন্না উচ্চ বিদ্যালয়ের এই ছাত্র এদিন বড়জোড়া উচ্চ বিদ্যালয়ে উচ্চ মাধ্যমিকের পুষ্টিবিজ্ঞানের পরীক্ষা দিয়ে বাসের ছাদে চেপে বাড়ি ফিরছিল। সেই সময় চান্দাই মোড়ের কাছে চলন্ত বাস থেকে আম পাড়তে গিয়ে বিপত্তি ঘটে।

বাসের ছাদ থেকে আচমকাই নিচে পড়ে গেলে সহপাঠি-বন্ধুরা তাকে বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসে । আঘাত গুরুতর হওয়ায় বাঁকুড়া মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে জানা গেছে ।

Bankura

Mar 22 2023, 14:57

সরকারী নির্দেশিকা মেনে সমস্ত পরিষেবা প্রদানের দাবিতে আন্দোলনে 'অল বেঙ্গল তৃণমূল ব্লক লেভেল এস.এইচ.জি ট্রেনার্স ইউনিয়ন'


বাঁকুড়াঃ ব্লক স্তরীয় সমস্ত কাজে অংশগ্রহণের সুযোগ, প্রাপ্য পারিশ্রমিক ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে দেওয়া, স্থায়ীকরণ, সরকারী নির্দেশিকা মেনে সমস্ত পরিষেবা প্রদানের দাবিতে এবার আন্দোলনে নামল 'অল বেঙ্গল তৃণমূল ব্লক লেভেল এস.এইচ.জি ট্রেনার্স ইউনিয়ন'। বুধবার ঐ সংগঠনের সদস্যরা বাঁকুড়া জেলা পরিষদের গ্রামীণ উন্নয়ন দপ্তরের প্রকল্প আধিকারিককে ডেপুটেশন দেন।

  'অল বেঙ্গল তৃণমূল ব্লক লেভেল এস.এইচ.জি ট্রেনার্স ইউনিয়ন' বাঁকুড়ার তরফে জানানো হয়েছে, ব্লক স্তরীয় প্রশিক্ষক হিসেবে আমরা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের প্রশিক্ষণ দিয়ে আসছি। সরকারী নির্দেশিকা রয়েছে মাসে ২৬ দিন কাজ দেওয়ার, অথচ ২০২০ সালের মার্চ মাসের পর থেকে কোন কাজ নেই।

আবার অনেক সময় কাজ করেও সঠিক সময়ে বেতন মেলেনা। তাই অবিলম্বে কাজের সুযোগ ও অন্যান্য দাবি দাওয়া পূরণের দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। এই অবস্থায় দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দিয়েছেন শাসক দল সমর্থিত এই সংগঠনটির সদস্যারা।

Bankura

Mar 22 2023, 12:43

*ঋণ শোধ না করার জেরে বাঁকুড়ায় বিক্ষোভ*
বাঁকুড়াঃ  টাকার বিনিময়ে এলাকার বেশ কিছু মহিলাদের কাছ থেকে প্রয়োজনীয় নথি সংগ্রহ করে এবং তা ব্যবহার করে তাদের নামে একাধিক ব্যাঙ্ক ও মাইক্রো ফাইনান্স সংস্থা থেকে লক্ষ লক্ষ টাকা ঋণ নিয়ে সেই টাকা শোধ না করার অভিযোগ উঠলো সমাপ্তি মহাপাত্র ও শিখা মহাপাত্র নামে দুই মহিলার বিরুদ্ধে। বাঁকুড়ার কোতুলপুরের খুনডাঙ্গার ঘটনা।  খুনডাঙ্গা গ্রামের সমাপ্তি মহাপাত্র ও শিখা মহাপাত্র সম্মিলীত ঋণ শোধ করলেও বর্তমানে তা না করায় ঋণদাতা ব্যাঙ্ক ও সংস্থার তরফে ঋণগ্রহিতাদের ঋণ পরিশোধের জন্য চাপ দেওয়া শুরু হয়। বিষয়টি জানাজানি হতেই বুধবার ওই দুই মহিলার বাড়িতে ব্যাপক বিক্ষোভে ফেটে পড়েন এলাকার মহিলারা।  খবর পেয়ে গ্রামে পৌঁছায় কোতুলপুর থানার পুলিশ। পুলিশের তরফে তদন্তের আশ্বাস দেওয়া হলে বিক্ষোভ তুলে নেন স্থানীয় মহিলারা।   



  স্থানীয় সূত্রে জানা খবর, কোতুলপুরের খুনডাঙ্গা মহাপাত্রপাড়া এলাকার বাসিন্দা সমাপ্তি মহাপাত্র ও শিখা মহাপাত্র এলাকার মহিলাদের নথি সংগ্রহ করে তাঁদের নামে বিভিন্ন ব্যাঙ্ক ও মাইক্রো ফাইনান্স সংস্থা থেকে ঋণ তোলেন। বিনিময়ে এলাকার মহিলাদের মাথাপিছু  মাত্র দু'হাজার টাকা করে সাহায্যও করেন। সমাপ্তি ও শিখা মহাপাত্র সেই ঋণের মাসিক কিস্তিও এতদিন পরিশোধ করে আসছিলেন। কিন্তু সম্প্রতি তাঁরা একাধিক কিস্তি শোধ না করায় ব্যাঙ্ক ও মাইক্রো ফাইনান্স সংস্থার আধিকারিকরা এলাকার মহিলাদের বাড়িতে গিয়ে কিস্তির টাকা দেওয়ার চাপ দিতে শুরু করেন। অভিযোগ এই সময়ই এলাকার মহিলারা জানতে পারে তাদের নামে ও তাদের নথি ব্যবহার করে সমাপ্তি ও শিখা মহাপাত্র বিভিন্ন ব্যাঙ্ক ও মাইক্রো ফিনান্স সংস্থা থেকে মোটা অঙ্কের ঋণ নিয়ে তা আর শোধ করছেন না। এই ঘটনায় স্বাভাবিক ভাবেই ক্ষোভের পারদ চড়তে থাকে এলাকার মহিলাদের। এদিন সকালে এলাকার মহিলারা সম্মিলিত ভাবে চড়াও হন সমাপ্তি ও শিখা মহাপাত্রর বাড়িতে।  ওই দুজনের বাড়ি ঘেরাও করে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কোতুলপুর থানার পুলিশ। পুলিশ ঘটনার তদন্তের আস্বাস দিলে বিক্ষোভ ওঠে।

  


বিক্ষোভকারী মহিলাদের দাবি তাঁরা জানতেনই না তাঁদের নামে এমন লক্ষ লক্ষ টাকা ঋণ তুলে তা আত্মসাৎ করেছেন ওই দুই মহিলা। এরকম প্রায় ৯০ জন মহিলা আছেন বলে তারা দাবি করেন।

 


অভিযুক্ত সমাপ্তি মহাপাত্র অন্যের নামে ঋণ নেওয়ার কথা স্বীকার করে নিয়েছেন। তিনি বলেন,  ঋণের কিস্তি তিনি শোধও করে যাচ্ছিলেন। বর্তমানে আর্থিক সমস্যার  কারনে শেষ দুটি কিস্তি পরিশোধ করতে না পারায় সমস্যা তৈরী হয়েছে বলে তিন জানান।

Bankura

Mar 21 2023, 15:50

পুলিশ' স্টীকার লাগানো গাড়িতে চেপে দলের কর্মসূচীতে যোগ দিয়ে বিতর্কে জড়ালেন 'দিদির দূত'


বাঁকুড়াঃ 'পুলিশ' স্টীকার লাগানো গাড়িতে চেপে দলের কর্মসূচীতে যোগ দিয়ে বিতর্কে জড়ালেন 'দিদির দূত' রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদিকা, চিত্রাভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বাঁকুড়া জেলা তৃণমূলের 'অঘোষিত' নাম্বার ওয়ান তথা তালডাংরার 'বিতর্কিত' তৃণমূল বিধায়ক অরুপ চক্রবর্ত্তীকে সঙ্গে নিয়ে শালতোড়া বিধানসভার মেজিয়া এলাকার ডাং মেজিয়া, তেওয়ারী ডাঙ্গা সহ বিভিন্ন গ্রামে দলের 'দিদির সুরক্ষা কবচ' কর্মসূচীতে যোগ দেন।

তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদিকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় কালো রঙের WB08 A7099 নম্বর যুক্ত, পিছনের কাঁচে POLICE স্টীকার লাগানো মাহিন্দ্রা গাড়িতে চেপেই ঐ এলাকায় দলীয় কর্মসূচী পালনের পাশাপাশি জনসংযোগের কাজ সারেন তিনি। একজন রাজনৈতিক দলের নেত্রী কি করে 'পুলিশ' লেখা গাড়িতে চেপে রাজনৈতিক প্রচার সারেন সেই নিয়েই তৈরী হয়েছে জোর বিতর্ক।

একজন রাজনৈতিক দলের নেত্রী হিসেবে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় কি করে 'পুলিশ' স্টীকার লাগানো গাড়িতে চেপে ঘুরছেন প্রশ্ন তুলে বিজেপির বাঁকুড়ার বিধায়ক নীলাদ্রি শেখর দানা বলেন, 'এরা শেষ সীমায় পৌঁছে গেছে, লজ্জা বলতে কিছু নেই'। বিধানসভা ভোটে আমার কাছে হেরে গিয়েও কি করে গাড়িতে পুলিশ লেখা স্টীকার লাগিয়ে ঘুরছেন? মানুষের হাত থেকে বাঁচতে এখন পুলিশের সাহায্য নিচ্ছেন এঁরা। এই দিনটা কোন দিন দেখতে হবে তাঁরা ভাবেনওনি বলে তিনি দাবি করেন।

এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে অদ্ভূত যুক্তি দিয়েছেন রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদিকা, চিত্রাভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, গাড়িটা আমার বাবার। আমার বাবা অবসরপ্রাপ্ত পুলিশ। অবসর নিলেও তিনি 'পুলিশ সার্ভিসেই আছেন'। তাই বাবার গাড়িতে মেয়ে (তিনি) ঘুরতে পারবেন কি না সে নিয়েও প্রশ্ন তোলেন তিনি।